২০১৯ সালের ১৮ই মার্চ রাঙামাটির বাঘাইছড়িতে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোটের মালামাল নিয়ে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে মারিশ্যা দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার এলাকায় পৌছালে পাহাড়ি আঞ্চলিক দলের বন্দুকধারীদের গুলিতে ৮ জন নির্বাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন গুলিতে আহত হয়।
উন্নত চিকিৎসার অভাবে আহতদের অনেকেই এখন পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনার ৬ বছর পার হলেও এখনো ধরা পরেনি জড়িত মূল হোতাদের কেউ।
তাই ১৮ই মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ঘটনার বিচার ও পুনবার্সনের দাবীতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন স্বজনরা।
এসময় তারা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের চাকুরির ব্যাবস্থার পাশাপাশি পাহাড়ে পত্যাহার করা সেনাবাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের দাবী জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।