বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাপ্রধান খবরনির্বাচনী সহিংসতার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবীতে মানববন্ধন

নির্বাচনী সহিংসতার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবীতে মানববন্ধন

২০১৯ সালের ১৮ই মার্চ রাঙামাটির বাঘাইছড়িতে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোটের মালামাল নিয়ে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে মারিশ্যা দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার এলাকায় পৌছালে পাহাড়ি আঞ্চলিক দলের বন্দুকধারীদের  গুলিতে  ৮ জন নির্বাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন গুলিতে আহত হয়।

উন্নত চিকিৎসার অভাবে আহতদের অনেকেই এখন পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনার ৬ বছর পার হলেও এখনো ধরা পরেনি জড়িত মূল হোতাদের কেউ।

তাই ১৮ই মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ঘটনার বিচার ও পুনবার্সনের দাবীতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন স্বজনরা।

এসময় তারা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের চাকুরির ব্যাবস্থার পাশাপাশি পাহাড়ে পত্যাহার করা সেনাবাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের দাবী জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments