সোমবার, মার্চ ১৭, ২০২৫
মূলপাতাপ্রধান খবরজাতীয় কাবাডি চ্যাম্পিয়ন টিমকে সংবর্ধনা

জাতীয় কাবাডি চ্যাম্পিয়ন টিমকে সংবর্ধনা

তারুণ্য উৎসবে কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন রাঙামাটির জুরাছড়ির কাবডি দলের সদস্যদের সংধ্বনা প্রদান করেছ সেনা বাহিনী।

রবিবার বিকালে সেনা বাহিনীর উদ্যোগে যক্ষা বাজার ক্যাম্পে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় জোন কমান্ডার লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান এসপিপি, পিএসসি নারী কাবাডি সদস্য ও কোর্স, শিক্ষকদের ক্রেশ ও শিক্ষা সামগ্রি তুলে দেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, প্রকৌশলী প্রনব রায় চৌধুরী, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, থানা প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি বলেন, আজকের এই বিশেষ দিনে আপনাদের সংগে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। জাতীয় পর্যায়ে অনুর্ধ-১৮ কাবাডি (নারী) খেলায় চ্যাম্পিয়ন হওয়ার এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। এটি শুধু একটি শিরোপা জয় নয়, এটি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ঐক্যের প্রতীক।
জোন কমান্ডার আরো বলেন, এই কাবাডি দলের প্রতিটি খেলোয়াড় শুধু নিজের দক্ষতার প্রমাণই দেয়নি বরং দলগত কাজের মাধ্যমে দেখিয়েছে যে একতাই শক্ত। আপনারা এই জয় দিয়ে শুধু আমাদের জোনকে গর্বিত করেননি বরং পুরো দেশকে গর্বিত করেছেন।
পুরষ্কার বিতরণ শেষে আগত অতিথিগণ জুরাছড়ি জোন কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত তারুণ্য উৎসবে অনুর্ধ ১৮ কাবাডিতে রাজশাহীর জয়পুরহাটকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটির ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। ফাইনাল খেলায় রাজশাহী বিভাগের জয়পুর হাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাঙামাটির দলটি।
জুরাছড়ি ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারি (ক্রীড়া) শিক্ষক শান্তিময় চাকমার প্রচেষ্টায় বিগত সময় থেকে এ পর্যন্ত কাবাডিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে জুরাছড়ি উপজেলার এ বিদ্যালয়টি। দুর্গম এলাকা থেকে উঠে আসা এসব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অবদান রাখতে কাজ করছে বিদ্যালয়টি।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments