রবিবার, এপ্রিল ২০, ২০২৫
মূলপাতাঅপরাধধর্ষণে শিকার শিশুর মৃত্যুতে গণতান্ত্রিক ইউপিডিএফের নিন্দা

ধর্ষণে শিকার শিশুর মৃত্যুতে গণতান্ত্রিক ইউপিডিএফের নিন্দা

চিকিৎসকদের কোনো চেষ্টাই কাজে এল না; বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী আছিয়াকে।

বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার।

মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

বৃহস্পতিবার রাতে এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

মাগুরার আছিয়া ধর্ষণকারী ও সারাদেশে নারী নিপীড়ন ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

বিবৃতিতে আরো বলা হয়,” পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানীর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জাজনক। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। অথচ নারীদের নিরাপত্তা আজ বিঘ্নিত। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারনে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের জামিন পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। দেশের সকল নাগরিকদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments