বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাঅপরাধবিলাইছড়ি বাজারে মোবাইল কোর্ট

বিলাইছড়ি বাজারে মোবাইল কোর্ট

রাঙামাটির বিলাইছড়িতে দৈনিক প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে বিলাইছড়ি বাজারে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসক মো. তানভীর হোসেন।

এসময় তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর রসিদ, মেমো ইত্যাদি সংরক্ষণ না করা, দ্রব্যসামগ্রীর মূল্য প্রদর্শন না করায় সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার  বলেন, রমজান মাসে সকল ব্যবসায়ী যেনো অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকেন। সেজন্য আমরা সচেতন করছি। কারো বিরুদ্ধে দ্রব্যমূল্য অতিরিক্ত দাম ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগ পাওয়া গেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং এ অভিযান চলমান থাকবে।

এছাড়াও হাসপাতাল রাস্তাটি দ্রত নির্মাণে আগামী মঙ্গলবারের মধ্যে রাস্তার মাপে জায়গায় ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। অভিযানে সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মিজানুল হক এবং রুবেল বড়ুয়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments