বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাUncategorizedতঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠি

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠি

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকালে রাঙামাটির  টং ইকো রিসোর্ট সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় বাতকস্ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি মিলন তঞ্চঙ্গার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি রনজিত তঞ্চঙ্গ্যা রাজীব, মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, যুগ্ন সম্পাদক বিশ্বজিত তঞ্চঙ্গ্যা,শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক সম্পাদক রত্না তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির অজিত তঞ্চঙ্গ্যা, প্রভাত তঞ্চঙ্গ্যা, এ্যাড.বিমল তঞ্চঙ্গ্যা, কালিময় তঞ্চঙ্গ্যা,,বাপ্পী তঞ্চঙ্গ্য, বিশ্বজিত তঞ্চঙ্গ্যা,অজিত কুমার তঞ্চঙ্গ্যা,গোপাল তঞ্চঙ্গ্যা, রঞ্জন তঞ্চঙ্গ্যা,চন্দ্রসেন তঞ্চঙ্গ্যা, তাপস তঞ্চঙ্গ্যা, অনিক তঞ্চঙ্গ্যা,অমিত তঞ্চঙ্গ্যা,আনন্দ তঞ্চঙ্গ্যা, অপূর্ব তঞ্চঙ্গ্যা,কমল ময় তঞ্চঙ্গ্যা, সূর্জজ তঞ্চঙ্গ্যা, অজিত তঞ্চঙ্গ্যা, রত্নজয় তঞ্চঙ্গ্যা,প্রীতিময় তঞ্চঙ্গ্যা,কিন্দ্রজয় তঞ্চঙ্গ্যা, সত্য বিকাশ তঞ্চঙ্গ্যা। এতে বিলাইছড়ি, ফারুয়া,রোয়াংছড়ি, আলীকদম কাউখালি, রাজস্থলী, রেইছা, কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবান কক্সবাজার সহ ১২ অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় বিষুর উৎসবটি কেন্দ্রীয়ভাবে উদযাপন হবে বান্দরবান জেলার রেইছাতে। তাছাড়াও অঞ্চল কমিটিও পালন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও গঠনতন্ত্র সংস্কার, বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়েছে।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments