বুধবার, মার্চ ১২, ২০২৫

বিলাইছড়িতে ভোটার দিবস

তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলে মিশে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা নির্বাচন অফিস বিলাইছড়ি এর আয়োজন দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্স হলে উপজেলা নির্বাচন অফিসার অলেন্দ্র লাল ত্রিপুরা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা (ভা:) প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, সাংবাদিক অসীম চাকমা, জন প্রতিনিধি মো. ওমর ফারুক,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও পরিদর্শক মল্লিকা চাকমা, সোহেল চাকমা অপারেটর নির্বাচন অফিস এবং টপি চাকমা সহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় জানা গেছে ,বিলাইছড়িতে ১১৪১ জন নতুন ভোটার এপ্লাই করেছে। উপজেলার মোট ২৪,১৩৭ জন ভোটার। ইতোমধ্যে দেশে নতুন ভোটার ৫০ লক্ষ ৯০ হাজারের মতো। সারাদেশে ১২ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার ১০৭ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লক্ষ ৪৪ হাজারের উপরে আর নারী ভোটার ৫ কোটি ৯৭ লক্ষ ৪ হাজারে উপড়ে রয়েছে। ভোটাররা যাতে নিশ্চিন্তে আগামী সকল নির্বাচনে ভোট দিতে পারে বলে এবিসষয়ে সরকার কাজ করে যাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments