বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপ্রধান খবররাঙামাটিতে ভোটার দিবস

রাঙামাটিতে ভোটার দিবস

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এই স্লোগানে শহরের ভেদভেদী সিনিয়র জেলা নির্বাচন অফিসে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা স্মার্ট কার্ড বিতরন করা হয়।

স্মার্ট কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল রহমান, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদুল ইসলাম সিকদার প্রমুখ।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ভোটার হাওয়ার জন্য নাগারিকদের ভোটার হওয়ার কর্যক্রম চলমান আছে। এই হালনাগাদ কর্যক্রমে যারা বাদ পড়বেন অনালাইনে মাধ্যমে আবেদন করেই নির্বাচন অফিসে এসে ভোটার হাওয়া যাবে।

একই সাথে সারা বছর মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেয়া এবং স্থানন্তর হাওয়ার সুযোগ আছে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল রহমান বলেন, জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে নতুন ভোটারদের নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানানো তিনি।

রাঙামাটি জেলার মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৯৩৯ জন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments