বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাএনজিওরাঙামাটিতে আইএলওর প্রশিক্ষণ সম্পন্ন

রাঙামাটিতে আইএলওর প্রশিক্ষণ সম্পন্ন

আর্ন্তজাতিক শ্রম সংস্থার প্রোগ্রেস প্রকল্প এর সহযোগীতায় রাঙ্গামাটিতে ৫ দিনব্যাপী on Community Based Training for Rural Economic Empowerment (CB-TREE) প্রশিক্ষন কর্মসূচী সফলভাবে সমাপ্ত হয়েছে।
গতকাল ২৭ ফ্রেব্রুয়ারী ২০২৫ইং রোজ বৃহ:বার আর্ন্তজাতিক শ্রম সংস্থার (ILO) অধীনে বাস্তবায়নাধীন প্রোগ্রেস প্রকল্প এর সহযোগীতায় এবং ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (ISISC), ঢাকা এর আয়োজনে ৫ দিনব্যাপী on Community Based Training for Rural Economic Empowerment (CB-TREE) প্রশিক্ষন রাঙ্গামাটিস্থ হোটেল জুম প্যালেস কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের সফল সমাপ্তি হয় ।

উল্লেখ্য প্রশিক্ষনটি গত ২৩ তারিখে শুরু হয় এবং ৫ দিনব্যাপী (২৩-২৭ ফ্রেব্রুযারী) প্রশিক্ষন গতকাল ২৭ ফ্রেব্রুয়ারী সফলভাবে সম্পন্ন হয় ।

প্রশিক্ষনটি পরিচালনা করেন ILO, Dhaka এর ProGRESS প্রকল্পের কনসালটেন্ট জনাব সেলিনা চেীধুরী এবং মোহাম্মদ নুরুজ্জামান এবং প্রশিক্ষন আয়োজনের দায়িত্বে ছিলনে ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (ISISC), ঢাকা । ৫ দিনব্যাপী প্রশিক্ষনে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের ১০টি স্থানীয় উন্নয়ন সংস্থা এবং ঢাকার ১টি NGO থেকে মোট ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। অংশগ্রহণকারী এনজিওগুলো হচ্ছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, টংগ্যা, গ্রীন হিল, আশ্রয় অঙ্গন সোসাইটি, জাবারাং কল্যান সমিতি, কেএমকেএস, আলো, তৃনমুল উন্নয়ন সংস্থা, কারিতাস বাংলাদেশ, তাজিংডং, গ্রীন মিলেউ ইয়ুথ অর্গানাইজেশন, এবং আইপিডিএস । সমাপনী দিনে ISISC এর প্রধান নির্বাহী অফিসার জনাব আব্দুল আজিজ মুনসী প্রশিক্ষন ফেসিলিটেটরদের তাদের উপস্থাপনা, বিশ্লেষণ এবং সুন্দরভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানান ।

পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা হতে অংশগ্রহনকুত প্রশিক্ষনার্থীদেরকে তাদের সক্রিয় অংশগ্রহন ও সহযোগীতা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । ভবিষ্যতে এই প্রশিক্ষনটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন, আত্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সক্ষমতা বৃদ্ধি ও নারী পুরুষের সমান সুযোগ সৃষ্টিতে বিরাট ভূমিকা রাখবে বলে প্রশিক্ষনার্থীরা আশাবাদ ব্যক্ত করেন এবং এ ধরনের সহযোগিতা ও উদ্যোগের জন্য আর্ন্তজাতিক শ্রম সংস্থাকে ধন্যবাদ জানান । প্রশিক্ষন কর্মসূচীর আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদান করেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, রাঙ্গামাটি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments