মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য বিভাগের উদ্যোগে কাপ্তাই অঞ্চলে গরীব দুঃস্থ মৎস্যজীবীদের বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে ১৭পরিবারের জন্য ৪টি করে মোট ৬৮টি দেশী ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কাপ্তাই উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাস।
এসময় কাপ্তাই উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শেখ মোঃ এরশাদ বিন শহীদ এবং মৎস্য সম্প্রসারণ অফিসার বিমল জ্যোতি চাকমা উপস্থিত ছিলেন।