রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ রাইখালী ইউনিয়নের পূর্ব জুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খন্তাকাটা এলাকাবাসীর আয়োজনে এবং ৫ নং ওয়ার্ডে বিএনপির সহযোগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে উন্মুক্ত মিনিবার ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় কিং স্টার দল ১-০ গোলে কেএফসি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
২ নং রাইখালী ইউনিয়ন বিএনপি’ র সভাপতি মো: আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শাহজাহান কামাল, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ , সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এবং সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা।
এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।