বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবিলাইছড়িতে আলীশাহ (র:) ওরশ মাহফিল

বিলাইছড়িতে আলীশাহ (র:) ওরশ মাহফিল

রাঙামাটি জেলাধীন বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে আলীশাহ’র ৪১ তম বার্ষিক ওরশ মাহফিল উদযাপন হয়েছে। শুক্রবার মোঃ আজম মাইজ ভান্ডারী- প্রকাশ আইয়ুব মাইজভান্ডারীর সার্বিক সহযোগিতায় এ মাহফিল উদযাপন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজার কার্য পরিচালনা কমিটির উপদেষ্টা ও তক্তানালা ব্যবসায়ী সমাজের গণ্যমান্য ব্যক্তি ধনো তঞ্চঙ্গা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজার কার্য পরিচালনা কমিটির  উপদেষ্টা স্বাধীন তঞ্চঙ্গা, আব্দুর রহিম, তরুন হেডম্যন , মোঃ মোশারফ হোসেন, মোঃফারুক,মোঃ ইয়াছিন,মোঃ হোসেন আলী,ও ইমাম হাসান শিকদার।

মাহফিলের সভাপতিত্ব করেন,আলীশাহ রহমাতুল্লাহ এর আস্তানা ও দরবার কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার তঞ্চঙ্গা।

সঞ্চালনায় ছিলেন,মোঃ শাহ আলম, সহযোগিতায় ছিলেন আলীশাহ রহমাতুল্লাহ এর আস্তানা ও দরবার কার্য পরিচালনা কমিটির প্রচার সম্পাদক সমির কান্তি দাশ,মোঃ অলী, আঃরহমান,মোঃ কাশেম,মোঃ আবদুল্লা ও মোঃ রাহাত উল্লা মাইজ ভান্ডারী,,মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,,ইমাম তিনকোনিয়া জামে মসজিদ ,অনুষ্ঠানের শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments