রাঙামাটি জেলাধীন বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে আলীশাহ’র ৪১ তম বার্ষিক ওরশ মাহফিল উদযাপন হয়েছে। শুক্রবার মোঃ আজম মাইজ ভান্ডারী- প্রকাশ আইয়ুব মাইজভান্ডারীর সার্বিক সহযোগিতায় এ মাহফিল উদযাপন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজার কার্য পরিচালনা কমিটির উপদেষ্টা ও তক্তানালা ব্যবসায়ী সমাজের গণ্যমান্য ব্যক্তি ধনো তঞ্চঙ্গা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজার কার্য পরিচালনা কমিটির উপদেষ্টা স্বাধীন তঞ্চঙ্গা, আব্দুর রহিম, তরুন হেডম্যন , মোঃ মোশারফ হোসেন, মোঃফারুক,মোঃ ইয়াছিন,মোঃ হোসেন আলী,ও ইমাম হাসান শিকদার।
মাহফিলের সভাপতিত্ব করেন,আলীশাহ রহমাতুল্লাহ এর আস্তানা ও দরবার কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার তঞ্চঙ্গা।
সঞ্চালনায় ছিলেন,মোঃ শাহ আলম, সহযোগিতায় ছিলেন আলীশাহ রহমাতুল্লাহ এর আস্তানা ও দরবার কার্য পরিচালনা কমিটির প্রচার সম্পাদক সমির কান্তি দাশ,মোঃ অলী, আঃরহমান,মোঃ কাশেম,মোঃ আবদুল্লা ও মোঃ রাহাত উল্লা মাইজ ভান্ডারী,,মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,,ইমাম তিনকোনিয়া জামে মসজিদ ,অনুষ্ঠানের শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।