পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে নিবন্ধিত ৮ টি মৎস্যজীবী পরিবারকে পরিবার প্রতি ৪ টি করে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। বিতরণকালে তিনি জেলেদেরকে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে কাপ্তাই লেক হতে মাছ না ধরার অনুরোধ জানান।
এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী , কাপ্তাই প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড: এনামুল হক হাজারী কাপ্তাই উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য অফিসার শেখ মোঃ এরশাদ বিন শহীদ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা সহ উপকারভোগী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।