বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামখাগড়াছড়িখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জন ​

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বর্জন ​

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলার কর্মরত সাংবাদিকেরা।

বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,‘সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণায় নেমেছে। এঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,সাধারণ সম্পাদ এইচএম প্রফুল্ল,সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,সাধারণ সম্পাদক ইশতেয়াক আহম্মেদ নিপু,খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক,সাংগঠনিক দিদারুল আলম রাজুসহ জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments