বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাখেলাধূলাপার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের তিনদিনের ক্রীড়া প্রতিযোগিতা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের তিনদিনের ক্রীড়া প্রতিযোগিতা

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে তিনদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার বিকালে এ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।

উদ্বোধনে আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমার সভাপতিত্বে অন্যান্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দোকার মো রিজাউল করিম, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এড দীপেন দেওয়ান, বিএনপি জেলা সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, রাঙাবি তঞ্চঙ্গা, হাবিব আজম, বৈশালী চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ছেলে মেয়েদের বেডমিন্টন প্রতিযোগিতা এবং ফুটবল টুর্নামেন্ট রয়েছে। তিনদিনের এ প্রতিযোগীতা ১১ ফেব্রুয়ারী শেষ হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments