রাঙামাটির কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক জন সচেতন মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাঙামাটির জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: শাহাজাহন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খীয়াং,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী,রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন,উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মেদ,উপজেলা সহকারি তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন। এ সময় রূপসী কাপ্তাই এর সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন ও মো: খাইরুল আলম,খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা এর সিএইচসিপি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা সহ গণমাধ্যম কর্মী সহ যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনকৃত বিভিন্ন ক্লাবের সদস্য ও বিভিন্ন এলাকা থেকে যুব প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক যুব ও যুব মহিলারা অংশগ্রহণ করেন।