আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষে রবিবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক) সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণ অংশগ্রহণ করে।
মানববন্ধনে প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ¦ালানি) অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে বৈশ্বিকভাবে বিবেচিত। ক্লিন এনার্জি বলতে সেই উৎসগুলিকে বোঝায় যা উৎপাদন বা ব্যবহারের সময় স্বল্প বা শূন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাধ্যমে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর নূন্যতম প্রভাব ফেলে। ক্লিন এনার্জি হিসেবে নবায়নযোগ্য জ্বালানি একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে, যা টেকসই ভবিষ্যতের পথে উত্তরণে অন্যতম অনুঘটক। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে প্রাপ্ত জ্বালানি আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস এবং বৈশি^ক উষ্ণায়নের প্রভাব কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিন এনার্জি তথা নবায়নযোগ্য জ¦ালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ¦ালানি সংস্থা (আইআরইএনএ)-এর প্রতিষ্ঠার তারিখের সাথে সঙ্গতি রেখে ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২৬ জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এনার্জি হিসেবে ঘোষিত হয়েছে (রেজোলিউশন অ/৭৭/৩২৭) এবং ২০২৪ সালে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়েছে এবং রাঙামাটিতে সনাক প্রথম বারের মত এ দিবসটি পালন করছে।
ইয়েস সদস্য ফাইজুল ইসলাম এর সঞ্চালনায় রুবা ঢালি মানবন্ধনের ধারণাপত্র পাঠ করেন। এছাড়া ইয়ুথ ভলান্টিয়ার ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা-শহীদুল ইসলাম, ছাত্র পতিনিধি-দ্যুতি মনি ও ইমাম হোসেন, হিল সার্ভিস প্রতিনধি মাসুদ রানা রুবেল, রাঙ্গামাটি সনাকের পরিবেশ বিষয়ক এসিজি সমন্বয়কারী বাবুল মারমা, সনাক সদস্য ও টিআইবি ট্রাস্টি বোর্ড মেম্বার অ্যাডভোকেট সুস্মিতা চাকমা প্রমুখ বক্তব্য প্রদান করেন।