“জ্ঞান-বিজ্ঞান করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ।
মঙ্গলবার সকালে দীঘিনালা উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে এ মেলার উদ্বোধন করা হয়। এতে করে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ অন্তত ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে দেখা যায়।
আধুনিক যুগে বিজ্ঞানের ব্যবহার সুফল বয়ে আনছে।
এদিকে মেলা গুলোর স্টল পরিদর্শন করে দেখা যায়, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী‘রা মানব গোষ্ঠীর অসর্তকতায় মনুষ্যসৃষ্ট তামাক চাষে যে ক্ষতিকর প্রভাব যার দীর্ঘ মেয়াদী ক্ষতি রয়েছে তা থেকে বেরিয়ে আসতে উৎসাহ করা হয়।
এছাড়া মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়।
এসময় মেলায় উপস্থিত ছিলেন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ তরুন কান্তি চাকমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ্য।