পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
বুধবার সন্ধ্যায় রাঙামাটি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে এ টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিপন চাকমা। এ সময় বোর্ডের সদস্য সুজন চৌধুরী, সদস্য জাহেদ ইকবাল, জসিম উদ্দিন, রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার ফেরদৌস ইসলাম, বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈত চব্যাডমিন্টন প্রতিযোগিতায় জুলিয়ান চাকমা দল হাসান মোহাম্মদ নোমান দলকে দুই শূণ্য ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।