শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
মূলপাতাপ্রধান খবরকাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে, দীপেন দেওয়ান

কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে, দীপেন দেওয়ান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাঙামাটির আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। প্রথম দিনে রাঙামাটি কাপ্তাইয়ে বিশাল জনসভা আয়োজন করা হয়েছে। এ জন সভায় তিনি বলেন, আমি নির্বাচিত হলে রাঙামাটির কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে। চন্দ্রঘোনা-রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম ও কেআরসি সম্পূর্ণরূপে চালু করণ করতে চাই। বৃহস্পতিবার বিকেলে কাপ্তাইয়ের বড়ইছড়ি কর্ণফুলি স্টেডিয়ামে এ নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান আরও বলেন, কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা হবে। কাপ্তাইকে মৌজা ঘোষণাসহ মডেল উপজেলা হিসেবে যা যা করা দরকার সব কিছু করা হবে।
জনসভায় কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ উপজাতি বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব:) মনীষ দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথি উদয় কুসুম বড়ুয়া, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. সাইফুল ইসলাম (ভূট্টো), নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ সভাপতি রহমত উল্লাহ, জেলা বিএনপি’র সিনিয়র সদস্য মৈত্রী চাকমা, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, তাঁতি দলের সভাপতি মো. শফি, যুবদল সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী আকবর সুমন প্রমূখ। এর আগে বিকেল ২ টা হতে ব্যানার হাতে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন হতে বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্টেডিয়ামে এসে জড়ো হতে শুরু করে। জনসভায় হাজার হাজার বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments