রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত পরিবার কল্যান সমিতি’ (সীপকস) এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল দশ ঘটিকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের এগত্তর পার্কে এসব কম্বল বিতরণ করেন, মারিশ্যা সীপকসের নেত্রীবৃন্দ ।
এ সময় শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। সীপকস বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) পরিবারের নারী ও শিশু সদস্যদের সার্বিক কল্যাণে নিবেদিত একটি শিক্ষামুলক ও কল্যানমুখী প্রতিষ্ঠান।
সভ্যতার ক্রমবিকাশে বাংলাদেশের নারীরা ও আজ পুরুষের পাশাপাশি সামনে এগিয়ে চলেছে। বর্ডার গার্ড পরিবারের মহিলা সদস্যদের মধ্যে মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদেরকে আত্ম মর্যদাশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই সমিতি কল্যানী ভুমিকা রাখবে।
বিজিবিতে কর্মরত ব্যক্তিবর্গের স্ত্রী, কন্যা, বোন ও পোষ্যগন এই সীপকসের সদস্য হয়ে বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি লাভ করবেন।




