মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মূলপাতাপ্রধান খবরতারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন - দীপেন দেওয়ান

তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন – দীপেন দেওয়ান

রাঙামাটি  ২৯৯ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, আধুনিক বাংলাদেশ বিনির্মানে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে পাহাড়ের সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে।রাঙামাটি জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হলো কাপ্তাই উপজেলা। কাপ্তাইয়ের শিল্প ও বিদ্যুৎ জাতীয় পর্যায়ে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখেন। এখানে কিছু সমস্যা এবং জনগুরুত্বপুর্ণ বিভিন্ন দাবী আছে, আগামীতে  নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানসহ সকল  দাবী পুরণে চেষ্টা করা হবে।

কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে সোমবার  বিকেলে কাপ্তাই জেটিঘাটে এক  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান এসব কথা বলেন। এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারের উপরে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: ইয়াছিন মামুন এর  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা  বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো,  সাইফুল ইসলাম পনির, ডা: রহমত উল্লাহ,  যুগ্ম সম্পাদক আলী বাবর, ও দিলদার হোসেন,  সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: ইকরাম হোসেন বেলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোরশেদ আলম সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের   জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

দীপেন দেওয়ান আরো বলেন, কাপ্তাইয়ে মৌজা গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি চন্দ্রঘোনা কেপিএম কে আধুনিকায়ন, চন্দ্রঘোনা-রাইখালী সেতু নির্মাণের উদ্যোগ নেয়াসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারন মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments