রাঙামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে লংগদু উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি, সরিষা, অড়হড়সহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান এবং জেলা পরিষদ সদস্য মিনহাজ মোরশেদ।
বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষককল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন খরচ বৃদ্ধির এই সময়ে এ ধরনের সরকারি সহায়তা কৃষকদের প্রকৃত উপকারে আসবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসল উৎপাদনে যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান তারা।
কৃষি বিভাগ জানায়, বিতরণকৃত উপকরণ ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়লে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের টেকনিক্যাল সহায়তাও অব্যাহত থাকবে।
সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকেরা। তাদের মতে, এ সহায়তা মৌসুমে উৎপাদন ব্যয় কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।




