সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
মূলপাতাপ্রধান খবরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যক্রমে সন্তুষ্ট ইউপিডিএফ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যক্রমে সন্তুষ্ট ইউপিডিএফ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি
গুমের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজিসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারী করা গ্রেফতারী পরোয়ানাকে স্বাগত জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত দুই নারী সংগঠন।

আজ ১২ অক্টোবর রবিবার পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা এক যুক্ত বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারী করা উক্ত গ্রেফতারী পরোয়ানা সেনাবাহিনীর কর্মকর্তা জড়িত রয়েছে এমন মানবাধিকার লক্সঘনের বেলায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।

ইন্টারন্যাশন্যাল  (ট্রাইব্যুনালস) এ্যাক্ট ১৯৭৩ এর ৩(২) ধারা অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সংঘটিত গণহত্যা, খুন ও গুমের মতো ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধ, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য বলে তারা মন্তব্য করেন এবং অবিলম্বে হিল উইমেন্স ফেডারেশেনের নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ ও গুমের ঘটনায় লে. ফেরদৌস গংদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করানোর দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সিস্টেম্যাটিক্যালি সাম্প্রদায়িক হামলা, গণহারে খুন, ভুমি থেকে উচ্ছেদের ঘটনা ঘটেছে, যার কোন বিচার আজ পর্যন্ত হয়নি। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ সাম্প্রদায়িক হামলার সময় পাহাড়িদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা সংঘটিত করা হয়েছে, যেখানে ৩ পাহাড়ি প্রাণ হারান।
দুই সংগঠনের নেতারা মনে করেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সরকারের উচিত পার্বত্য চট্টগ্রামে বহু প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা।

প্রেস বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments