সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
মূলপাতাপরিবেশকাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে কাপ্তাইয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।    ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- এই প্রতিপাদ্যে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের  আয়োজনে সোমবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এসময় তিনি  বলেন, কিছু কিছু দুর্যোগ আছে প্রকৃতি সৃষ্ট এবং কিছু কিছু দুর্যোগ সৃষ্টি হয় মানব সৃষ্ট। তাই আমাদেরকে সচেতন হতে হবে।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।

এর আগে একটি র্যালি কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালীতে রেড ক্রিসেন্ট এর সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments