মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিরাইখালীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাইখালীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কাপ্তাই উপজেলার রাইখালীতে “মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক”  এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী রাইখালী ইউনিয়নের দুর্গম তিনছড়ি তঞ্চঙ্গ্যা পাড়া, ভালুকিয়া দক্ষিণ পাড়া, তিনছড়ি মারমা পাড়া,তিনছড়ি নোয়া পাড়া, বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষার্থীর,৬ থেকে ৫০ বছর বয়সী ২’শ ৫০ জনকে এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ড প্রদান করা হয়েছে।

মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক”র যুগ্ম সদস্য সচিব  জনি তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’র যুগ্ম আহবায়ক  সেন্টু তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবঃ প্রাপ্তন ব্যাংক কর্মকর্তা ও মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক”র উপদেষ্টা  অমল বিকাশ তঞ্চঙ্গ্যা। এসময় তিনি বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনছড়ি তঞ্চঙ্গ্যা পাড়ার কার্বারী  কিবাঙ্গো তঞ্চঙ্গ্যা।

এছাড়া  এসময় আরও উপস্থিত ছিলেন,তিনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  সুবিন্দু তঞ্চঙ্গ্যা, সমাজসেবক  রাশিয়া তঞ্চঙ্গ্যা, মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা সুমন তঞ্চঙ্গ্যা,মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’র যুগ্ম আহবায়ক সন্তোষ বড়ুয়া, সদস্য সচিব উসিমং মারমা, সদস্য সুপন তঞ্চঙ্গ্যা,সদস্য অমল তঞ্চঙ্গ্যা সদস্য উত্তম তঞ্চঙ্গ্যা, থোয়াইউপ্রু মারমা, উসাইচিং মারমা, মিজ মোহনা তঞ্চঙ্গ্যা ও মিজ সনিকা তঞ্চঙ্গ্যা প্রমুখ। মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক আহবায়ক বলেন, আমাদের মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের রুক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেছি। সকাল থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ পরীক্ষা করছে। রক্তের গ্রুপ পরীক্ষার পাশাপাশি আমাদের ব্লাড ব্যাংকের সদস্য সংগ্রহ করা হয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে থাকি। তিনি আরও বলেন,আমাদের মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক থেকে কাপ্তাই ও চট্টগ্রাম শহরে  বিভিন্ন এলাকায় বিনামূল্যে ব্লাড দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments