মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাখেলাধূলাকাপ্তাইয়ে  কর্ণফুলী নদীতে আট সাঁতারুর  ১০ কিলো পথ পাড়ি

কাপ্তাইয়ে  কর্ণফুলী নদীতে আট সাঁতারুর  ১০ কিলো পথ পাড়ি

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী নদীতে ৮ জন সাঁতারু  ৪ ঘন্টা ১৫ মিনিট হতে ৪ ঘন্টা ২৫ মিনিট এর মধ্যে সাতরিয়ে  ১০ কি: মি: নদী পথ পাড়ি দিয়েছেন।

বেংগল ডলফিনের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায়   শুক্রবার  সকাল ৭টায় কর্ণফুলী নদীর   কাপ্তাই কার্গো ডাউন সাইড এলাকা হতে চন্দ্রঘোনা মিশন ঘাট পযর্ন্ত  আট সাঁতারু ১০কিঃমিঃ সুইমিং সমাপ্তি করেন। এতে প্রথম হন এ এস এম ফেরদৌস।

এর আগে  ‘সাঁতার শিখুন সাতাঁর করুন সুস্থ থাকুন জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যে এই প্রতিযোগিতার  উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন।

পরে প্রতিযোগিতা শেষে চন্দ্রঘোনা মিশন এলাকা ঘাঁটে  আট সাঁতারুকে    ফুল দিয়ে বরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর   সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন , কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা  স্কাউট এর  কমিশনার  মাহাবুব হাসান বাবু, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা:  বিলিয়ন এ  সাংমা,  উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির  সদস্য এবং রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক  কাজী মোশাররফ হোসেন ও ছাত্র নেতা  মো. ইব্রাহিম  প্রমুখ।

এসময় সকল  সাঁতারুদের  দেখতে কর্ণফুলী নদীর দু’পাশে  শত শত  উৎসুখ  জনতা ভীড় করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments