মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মূলপাতাপ্রধান খবরপুজা মন্ডপে পরিদর্শনে কাপ্তাই জোন কমান্ডার

পুজা মন্ডপে পরিদর্শনে কাপ্তাই জোন কমান্ডার

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে রাঙামাটির  কাপ্তাই লগগেইট   জয় কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোন কমান্ডার।

বুধবার  সকাল ১১ টায়  তিনি উক্ত মণ্ডপ ঘুরে পূজার  সংশ্লিষ্ট সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এবং পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলার অবস্থা পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কাপ্তাই জোন এর জোনাল স্টাফ অফিসার, সার্কেল এসপি ও অফিসার ইন চার্জ কাপ্তাই পুলিশ, রাঙামাটি জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

একই সাথে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাপ্তাই জোন কমান্ডার উক্ত পূজা মণ্ডপে গিয়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, এ বছর কাপ্তাই উপজেলায় মোট  ৮ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজারো ভক্ত-দর্শনার্থী অংশ নিচ্ছেন। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্থানীয় জনসাধারণও ‘সম্প্রীতি সভা’ গঠনের মাধ্যমে পূজা উদযাপনে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন যাতে এই মহোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments