মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাপ্রধান খবরজুরাছড়িতে দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা

জুরাছড়িতে দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জুরাছড়ি শ্রীশ্রী রাধা কৃষ্ণ হরিমন্দির পূজামণ্ডপে ফুলের শুভেচ্ছা ও আর্থিক অনুদান প্রদান করেছে জুরাছড়ি ইউনিয়ন বিএনপি।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ইউনিয়ন বিএনপির সভাপতি দেবদত্ত চাকমার নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ফুলের শুভেচ্ছা ও আর্থিক অনুদান দেওয়া হয়। এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাসেম, সাংগঠনিক সম্পাদক প্লেন্টু চাকমা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মধুমঙ্গল চাকমাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে পূজা উদযাপন কমিটির তপন কান্তি দে, বিজয় কর্মকারসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাসেম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নেতৃবৃন্দ দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বদা সহযোগিতায় কাজ করছে।”
ইউনিয়ন বিএনপির সভাপতি দেবদত্ত চাকমা বলেন, “বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ব্যক্তিগতভাবেও আমি সবসময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও তা অব্যাহত রাখব।”
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপির এ আন্তরিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

০১৮

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments