রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পযন্ত সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের উডশপ,পূর্ব(সিভিল)উড টেকনোলজি বিভাগে কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। এসেট প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়। সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ১৫টি প্রকল্প মেলায় প্রদর্শনী করেন এবং বিভিন্ন প্রকল্প অত্র ইনস্টিটিউটের শিক্ষক, অতিথিগন পরিদর্শন করে ঘুরে ঘুরে দেখেন।
বিচারকের ফলাফলে শিক্ষার্থীদের ১৫টি উদ্ভাবনী প্রকল্পের মধ্যে তিনটি প্রথম, ২য় এবং তৃতীয় স্থান অর্জন করে । প্রথম হয়’ জিএসএম বেসড গ্যাস ডিটেকটর উইথ অটোমেটিক এক্সইস্ট কন্ট্রোল সিস্টেম ‘,২য় অটোমেটিক ফায়ার অ্যালার্ম এন্ড ওয়াটার সাপ্লাই এবং তৃতীয় উদ্ভাবনী অর্জন করে ব্লাড ডোনেশন প্লাটফর্ম (রেড হোপ।
প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ইনস্ট্রাক্টর মো.ইকবাল হায়দার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মাহমুদ হাসান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মদিনা আক্তার।
বক্তব্য রাখেন মো.ওমর ফারুক মেকানিক্যাল বিভাগীয় প্রধান, ইঞ্জিনিয়ার তারেকুল ইসলাম কম্পিউটার বিভাগীয় প্রধান ও ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ অটোমোবাইল বিভাগীয় প্রধান ও শিক্ষার্থী মো.বেলাল হোসেন।