রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া বাজারে অবস্থিত প্রায় ৫০ বছরের পুরাতন মসজিদটি জুরাছড়ি জোনের উদ্যোগে নতুন রূপে পুনঃনির্মাণ করা হয়েছে।
১৯৭৫ সালে নির্মিত এ মসজিদটি দীর্ঘ ব্যবহারের ফলে সময়ের সাথে সাথে জরাজীর্ণ হয়ে পড়ে এবং প্রায় এক দশকেরও বেশি সময় ধরে মুসল্লিদের জনা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।
এলাকার মুসুল্লিদের নামাজ আদায়ের জন্য সমস্যায় পড়ছিলেন।
মুসল্লিদের দীর্ঘদিনের এই দাবি পূরণে জুরাছড়ি জোন আন্তরিকভাবে এগিয়ে আসে এবং মসজিদটির পুনঃনির্মাণ কার্যক্রম হাতে নেয়।
জোনের উদ্যোগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় মসজিদটি সম্পূর্ণভাবে সংস্কার করা হয় আধুনিক টিনশেড, ফ্যান, পানি সরবরাহের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যুক্ত করে মসজিদটিকে মুসল্লিদের জন্য একটি পূর্ণাঙ্গ প্রার্থনার স্থানে রূপ দেওয়া হয়েছে।
রবিবার মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএ-৭৬৯৪ লেঃ কর্নেল রাশেদ হাসান, সেজান এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, জুরাছড়ি জোন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএ-৮১০০ মেজর মোহাম্মাদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি, জোন উপ-অধিনায়ক, মেজর মুহাম্মদ সিফাত রায়হান, ক্যাম্প কমান্ডার, যক্ষাবাজার আর্মি ক্যাম্প, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমা উপস্থিত ছিলেন।