আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তার পাশাপাশি পূজো উৎসবকে আনন্দমুখর করতে আর্থিক সহযোগিতা দিয়েছে সেনাবাহিনীর লংগদু জোন।
রবিবার সকালে লংগদু উপজেলার তিনটি মন্দির ও বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকার একটি মন্দিরের পূজো কমিটির হাতে নগদ অর্থ প্রদান করেন সেনাবাহিনী।
জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএস”র নির্দেশনায় এসময় লংগদু জোনের ভাঃ উপ- অধিনায়ক মেজর মেজর রিফাত উদ্দীন লিওন চারটি মন্দিরের পূজো কমিটির উপস্থিতিতে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।