রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার সকালে পল্টন ঘাট থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা চত্বরে এসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরে মিলনায়তনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিএনপি উপজেলা শাখার সভাপতি এম এ সালাম ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মামুনুর রশীদ মামুন। সঞ্চলনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, জেলা বিএনপির সহ- সম্পাদক মোঃ ইলিয়াস, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম,জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক নাহির উদ্দীন অর্ণব।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি চাথোয়াই রোয়াজা, সহ সভাপতি বারেক খাঁ। উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সর্দার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, জাসাসের সভাপতি জাকির হোসনে,উপজেলা মহিলা দলের সভানেত্রী দিলারা বেগম, সেচ্ছাসেবক দলের সভাপতি আল- মামুন,ছাত্র দলের আহ্বায়ক মোঃ শাহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মো: নাসির আলী হায়দার, সুব্রত তঞ্চঙ্গ্যা(খুশি বাবু) যতীন তঞ্চঙ্গ্যা, মোঃজাকির হোসেন, শামশু তঞ্চঙ্গ্যা,পালম বম,ত্রিপেল ত্রিপুরা ভিএল পাংখোয়া, শান্তি রায় চাকমা, মিজানুর রহমান সিকদার, মোঃ অলি আহমেদ, মিলন চাকমা, প্রিয় জ্যোতি চাকমা, মনির হোসেন, মিলন চাকমা এবং কাপ্তাই উপজেলার বিএনপির নেতৃবৃন্দ সহ উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




