বিলাইছড়ি থানার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিকটিম সাপোর্ট সেন্টারে পরিসেবা বিষয়ক ৮০ জন শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ বা সচেতনতামূলক ধারণা দেওয়া হয়।
রবিবার সকালে ইকো সিস্টরম রেস্ট্রেশন এন্ড রিসাইলেন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটির সহায়তায় এবং বাংলাদেশ পুলিশ বিলাইছড়ি থানার আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায়, উপজেলা মিলনায়তনে এই সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া,থানা এসআই ( নিঃ) মোঃ শরীফুল ইসলামসহ থানার অন্যান্য সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মূলতঃ পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন করে তাদের সামাজিক অর্থনৈতিক ও ব্যক্তিগতভাবে শক্তিশালী ও ক্ষমতা প্রাপ্ত করে তোলা। এছাড়াও লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধ,সমতা এবং লিঙ্গ- সচেতন পরিমার্জন বা লিঙ্গে সংবেদনশীল পরিমার্জন বিষয়ক শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।