শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন

কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন

রাঙামাটির  কাপ্তাই  কর্ণফুলী সরকারি কলেজের উপাধ্যক্ষ  মোহাম্মদ সিরাজ উদ্দিন বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) কলেজ এর  ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

গত ২ সেপ্টেম্বর  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ( কলেজ)  ইমরান আলী সাক্ষরিত সরকারি এই পরিপত্রে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

এদিকে কর্ণফুলী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন ভারপ্রাপ্ত    অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করায় বৃহস্পতিবার  অধ্যক্ষের কক্ষে   শিক্ষক পরিষদের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষক পরিষদের  সম্পাদক অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায়  এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ  মোহাম্মদ সিরাজ উদ্দিন দায়িত্বপ্রাপ্ত হওয়ায়  তাঁকে অভিনন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন  কলেজের অধ্যাপক ড. মোহম্মদ নাসিরউদ্দীন,  অধ্যাপক নুরুল হুদা, অধ্যাপক আবু তালেব, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক পলাশ মুৎসুদ্দী, অধ্যাপক শ্যামলী দাশ, অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক কায়সারুল ইসলাম, অধ্যাপক সাইফুল আলম, অধ্যাপক মিজারুল ইসলাম, অধ্যাপক শিবু শংকর বোস, অধ্যাপক সুদর্শন বড়ুয়া প্রমুখ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহম্মদ সিরাজ উদ্দিন তাঁর বক্তব্যে কলেজ পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা আন্তরিকভাবে প্রত্যাশা করেন। তিনি বলেন, “কলেজ পরিবারের সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমি কাজ করতে চাই। একটি আদর্শ মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কর্ণফুলী সরকারি কলেজ অতীতের গৌরব ধরে রেখে এগিয়ে যাবে এটাই আমার অঙ্গীকার। ‘ পরে শিক্ষক পরিষদের সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানান।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments