রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়ন বিএনপির মহিলা দলের কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রুপকারী ইউনিয়ন মহিলা দলের সভাপতি জোহরা বেগম এর সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কৃষি বিষয়ক সহসম্পাদক মো: সেলিম উদ্দিন বাহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফফর হোসেন দুলু, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো: নাছির উদ্দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি জান্নাতুন নূর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসিনা আক্তার। অনুষ্ঠানে বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আর সেই লক্ষ নিয়ে কাজ করছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ।