শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং রাঙামাটি জেলা কমিটির নির্দেশনা মোতাবেক কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছেন সমলেন্দু বিকাশ দাশ। এছাড়া সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক বাপ্পা দে এবং অর্থ সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন বিপ্লব কুমার মল্লিক।
শুক্রবার বিকালে কাপ্তাই শিলছড়ি শ্রী শ্রী দূর্গা মন্দিরে উপজেলার বিভিন্ন মঠ ও মন্দিরের সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে পুনাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নব নির্বাচিত সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য। এর আগে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রানলয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টির কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্তের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মঠ ও মন্দিরের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।