রবিবার, আগস্ট ৩১, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীজুরাছড়িতে হেডম্যান-কার্বারী সম্মেলন অনুষ্ঠিত

জুরাছড়িতে হেডম্যান-কার্বারী সম্মেলন অনুষ্ঠিত

রাঙামাটির জুরাছড়িতে হেডম্যান-কার্বারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জুরাছড়ি বনযোগীছড়ার সেনা জোনের উদ্যোগে ‘২য় হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জুরাছড়ি জোন কমান্ডার  লে কর্নেল রাশেদ হাসান সেজান এসপিপি পিএসসি।

এ সময় তাঁর বক্তব্যে বলেন, পাহাড়ে চাঁদাবাজির বিরুদ্ধে এবং চাঁদাবাজি বন্ধে বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত এবং বদ্ধপরিকর।

এছাড়াও, সশস্ত্র গ্রুপের যেকোন কার্যক্রমকে রুখে দিতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

সম্মেলন সভাপতিত্ব করেন বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ অধিনায়ক মেজর মুশফাক আমীন চৌধুরী, পিএসসি।

এ সময় অন্যান্যদের মধ্যে মগবান মৌজার হেডম্যান সুজিত দেওয়ান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমাসহ বরকল আন্দার মানেক মৌজার হেডম্যানসহ জুরাছড়ির ১১টি মৌজার হেডম্যান ও সংশ্লিষ্ট কাব্বারী (গ্রাম প্রধান) গণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার আরো বলেন পার্বত্য শান্তি চুক্তির পর সেনাবাহিনী নিরবিচ্ছিন্নভাবে পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জনজীবনকে আরও সুদৃঢ় করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। হেডম্যান, কারবারী এবং সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।

লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান আরও বলেন, পাহাড়ের সার্বিক উন্নয়নের জন্য জুড়াছড়ি জোন সদা প্রস্তুত এবং সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। তিনি সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা কামনা করেন। সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই জোন হতে নিয়মিত পাহাড়ি-বাঙালী জাতিবর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি অনেকের আবেদনের প্রেক্ষিতে তাদের কষ্ট লাঘবের নিমিত্তে এই জোন আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
জোন কমান্ডার বলেন, বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। অনেক সময় দেখা যায় ভারী বর্ষনের কারনে অনেক সময় ভূমিধ্বসের সৃষ্টি হয়। অবশ্যই সবাইকে নিজের জানমালের ক্ষয়ক্ষতি নিরসনে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে৷ এছাড়াও, যেকোন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে থাকবে।
তিনি আরো বলেন, ইদানীং পরিলক্ষিত হচ্ছে কিছু অজ্ঞাত ব্যক্তি ভূয়া মোবাইল নম্বর হতে কল দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তার নিকট বিভিন্ন তথ্য জানতে চাচ্ছে। এ বিষয়ে সেনাবাহিনীর তথ্যের মাধ্যমে সার্বক্ষণিক প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে এবং বেসামরিক প্রশাসন ভুয়া কল দেওয়া ব্যক্তির বিষয়টি গুরুত্ব সহকারে কাজ করছে।
এছাড়াও, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জুরাছড়ি জোন কর্তৃক যে সকল অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয় সে সকল পেট্রোলকে সহযোগিতা করার জন্য জোন কমান্ডার হেডম্যান-কারবারিদের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি, হেডম্যান করুনাময় চাকমা, মগবান মৌজার হেডম্যান সুজিত দেওয়ান সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী হেডম্যান ও কারবারীদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও রক্ত পরীক্ষা, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ট্যাবলেট এবং প্রাথমিক চিকিৎসার উপকরণ বিতরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments