বুধবার, জুলাই ৩০, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাই আইন শৃঙ্খলা কমিটির সভা

কাপ্তাই আইন শৃঙ্খলা কমিটির সভা

রাঙামাটির কাপ্তাই  উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র,  চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ  শাহজামান কামাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, বিজিবির সহকারী পরিচালক   উপেন্দ্র নাথ হালদার,   উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন সহ জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  সভার শুরুতে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো: রুহুল আমিন   পবিত্র ঈদ উল আজহা সুষ্ঠু ভাবে সম্পাদন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে সম্প্রতি   চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম বাজারে মারমা হোটেলে  শিশু শ্রমিক উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেওয়ার বিষয়ে অবহিত করেন। এছাড়া বর্ষা মৌসুমে কাপ্তাই ঢাকাইয়া কলোনি এলাকায় কোন ক্ষতি না হওয়ায় সন্তোষ প্রকাশ করার পাশাপাশি চলতি এবং সামনে মাসে বর্ষা মৌসুমে যাতে ক্ষয়ক্ষতি না হয়, তাতে  প্রস্তুতি গ্রহন করতে বলা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments