রাঙামাটি জেলার কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলি মোনপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্বশস্ত্র সন্ত্রাসী দলটি প্রসীত খীসার ইউপিডিএফের বলেছে সেনাবাহিনী।
গোলাগুলির ঘটনা সেনা সদস্য মো: তরিকুজ্জামান খান গুলিবিদ্ধ হন। একই অভিযানে ইউপিডিএফের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
রাঙামাটি সদর জোনের সেনা সূত্র মঙ্গলবার রাঙামাটি সদর জোন ৬০ ইবিঃ এর ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে একটি টহল দল ভোরে ফুরোমোন বেল্টের জীবতলি মোনপাড়া এলাকায় অভিযানে গেলে সেনা উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনী লক্ষ্য করে গুলি ছুড়ে ইউপিডিএফ প্রসীতের সশস্ত্র সদস্যরা। পাল্টা গুলি ছোড়ে সেনা সদস্যরা। এতে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩৫০০ রাউন্ড গুলি বিনিময় হয়।
গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর সৈনিক মোঃ তরিকুজ্জামান খান হাতের আঙ্গুলে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রামে নেওয়া হয়। গোলাগুলি শেষে সেনা সদস্যরা তিন ইউপিডিএফ সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছে গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি এসএমজি ( সাব মেশিন গান) উদ্ধার করে।
আটককৃতরা হলেন মনসুখ চাকমা(৫০), সিন্ধু মনি চাকমা এবং অন্তর চাকমা।
অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন, একটি এসএসজির রিসিভার কভার, একটি কাউন্টার রিকয়েল মেকানিজম স্প্রিং, ৪৭ রাউন্ড অ্যামুনেশন, ৫২টি খালি খোসা, চারটি মোবাইল ফোন এবং দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
এক বিবৃতে এ অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ।
এদিকে ইউপিডিএফের মুখপত্র সিএইচটি নিউজে এক খবরে দাবী করা হয়েছে আটককৃতরা এলাকার নিরীহ মানুষ।