বুধবার, জুলাই ৩০, ২০২৫
মূলপাতাঅর্থনীতিরাঙামাটি জেলা পরিষদ ও ইআরআরডি-ইউএনডিপির নতুন প্রকল্পের পরিচিতি সভা

রাঙামাটি জেলা পরিষদ ও ইআরআরডি-ইউএনডিপির নতুন প্রকল্পের পরিচিতি সভা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইআরআরডি-ইউএনডিপির যৌথ উদ্যোগে বাস্তবায়িত “Biodiversity Ecosystems Restoration for Community Resilience in the CHT subproject  এর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত পরিচিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ইআরআরডি প্রকল্পের আহ্বায়ক নাইউ প্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি কৃষিবিদ কাজল তালুকদার উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনডিপির ঝুমা দেওয়ান, বিহিত বিধান খীসা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বৃন্দ, “Biodiversity Ecosystems Restoration for Community Resilience in the CHT subproject” এর জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচারক মোঃ মুমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় হেডম্যান, কার্বারী, যুব নেতৃবৃন্দ, সাংবাদিক, পরিবেশ বিদ, শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির ইআরআরডির ম্যানেজার বিহিত বিধান খীসা। পরে প্রকল্পে কর্মপরিকল্পনা বিষয়ে বিষয়ে উপস্থাপন করেন ইউএনডিপির সুপ্রিয় ত্রিপুরা। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে সবুজ বন ভুমি দিন দিন হারিয়ে যাচ্ছে। এ অঞ্চলের জীবন ও জীবিকার খাদ্য নিরাপত্তার জন্য সবুজ বন ভুমি সংরক্ষনে প্রান্তিক অঞ্চলে থেকে শুরু করে সকলকে এগিয়ে আসতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments