বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সুবিধাভোগী লোকজন অংশ নেন।
প্রকল্পের নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক সাংবাদিক সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ও সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন। এ ছাড়া হেডম্যান শান্তি বিজয় চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, বিহারী চাকমাসহ অংশগ্রহণকারীরা আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনা করেছেন প্রকল্পের সমন্বয়কারী রবিন চন্দ্র চাকমা এবং বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা বিপ্লব চাকমা।
সভায় বলা হয়, প্রকল্পের আওতায় জেলার ১০টি উপজেলায় প্রতিটিতে ইয়ুথ গ্রæপ গঠন করে সন্ত্রাসমুক্ত এবং শান্তিশৃঙ্খলাপূর্ণ সমাজ বিনির্মাণে যুব সমাজকে সচেতন করার লক্ষ্যে কাজ চলছে। এ লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা দরকার।