বিলাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ ঋতু-১ (জুম সিজনে) উফঁশী আউশ প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১৪ মে) বিলাইছড়ি উপজেলা কৃষি অফিস প্রাঙ্গন – ঘাটে এইসব দেওয়া হয়।
প্রণোদনা আওতায় উপজেলায় ৩ ইউনিয়নে ৩৮০ জন পরিবারে মাঝে বীজ ধান ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম ফকির, বিলাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ওমর ফারুকসহ অন্যান্যান্য ১২ টি ব্লকের উপ-সহকারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।