ক্রীড়াকে কে হ্যাঁ বলুন, মাদককে না বলুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (১৪ মে) বিকেলে কাপ্তাই নতুন বাজার সংলগ্ন “আনন্দ মেলা” মাঠে এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।
কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন রুবেল
এর ব্যবস্থাপনায় এবং ধারাভাষ্যকার ওসমান গনি তনুর সঞ্চালনায়
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, যুগ্ম সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক (আবু),
জাতীয় বিদ্যুৎ শ্রমিক দল ১৮৮৬ শ্রমিক ইউনিয়নের
সহ-সভাপতি আবু মোয়াছেন,সাংগঠনিক সম্পাদক মো: আরমান,সাবেক ছাত্রনেতা ও উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক মোঃ আনিসুর রহমান,
উপজেলা শ্রমিক দলের সহ সম্পাদক দিদারুল আলম, জাসাস সভাপতি নূর মোহাম্মদ বাবু,ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো : ফয়েজ,
কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, উপজেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক মো: তরিক উল্লাহ,কাপ্তাই ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন অপু প্রমুখ।
মিনি বার ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এ ১৬ টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ঢাকা শুটার্স ও দা রয়েল স্পোর্টিং ক্লাব। গোলশূন্য অবস্থায় খেলার নির্দিষ্ট সময়ের সমাপ্তি ঘটে। খেলা পরিচালনা করেন রেফারি
মো : শাহ জালাল,সহকারি রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন মো: আসিফ ও মো: এ্যানি।