বুধবার, মে ১৪, ২০২৫
মূলপাতাএনজিওবিলাইছড়িতে গণ সংলাপ অনুষ্ঠিত

বিলাইছড়িতে গণ সংলাপ অনুষ্ঠিত

রাঙামাটির বিলাইছড়িতে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের নিয়ে গণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার- এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় দীঘলছড়ি বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্প (পিআরএলসি) – এর আওতায় এলাবাসীরা উপস্থিত ছিলেন।

সংলাপে সেবাগ্রহীতা ও সেবা দানকারীর বিভিন্ন সুবিধা- অসুবিধার কথা তুলে ধরা হয় এবং সেবা দানকারীদের আরও একটু আন্তরিক হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে কৃষি, সুপেয় পানি,স্বাস্থ্য সেবা, দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, যোগাযোগ, ঋণ প্রদান – আদায়, জমির সেচ ব্যবস্থাপনাসহ ইত্যাদি বিষয়ে সংলাপে  উঠে আসে।

এসময় উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা,  উপজেলা মেডিকেল অফিসার ডা: উন্মে সাইকা, উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারুক, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ:দা:) রিনি চাকমা, আরএইচডিসি প্রকল্পের খুশি চাকমা এবং হিলফ্লাওয়ার সংস্থা’র  পিআরএলসি প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments