শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
মূলপাতাঅপরাধরাঙামাটির কাউখালীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাঙামাটির কাউখালীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাঙামাটির কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়ায় ২২ বছর বয়সী এক মারমা তরুণী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আসামী মো ফাহিম (২৫) পলাতক আছে|   কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
কাউখালী থানা সূত্র জানায়,ভুক্তভোগী গত ১৭ এপ্রিল কাউখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন পোয়া পাড়ায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকত। আনোয়ার হোসেনের ছেলে মো ফাহিম (২৫) গত ২৫ মার্চ থেকে  ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে।
সর্বশেষ গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণে বাঁধা দিলে ফাহিম ঐ তরুণীকে মারধর করে। আঘাতপ্রাপ্ত হয়ে তরুণীকে কাউখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তরুণী থানায় অভিযোগ দেয়।
তরুণীর বাড়ি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে।
থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করে মামলা লিপিবদ্ধ করেছি। কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ধর্ষণসহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, ভুক্তভোগী তরুণীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে পরীক্ষার জন্য প্রয়োজনী নমুনা সংগ্রহ করা হয়েছে।  রিপোর্ট এখনো হাতে আসেনি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments