শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিপার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য স্নেহ কুমার চাকমা মারা গেছেন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য স্নেহ কুমার চাকমা মারা গেছেন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য স্নেহ কুমার চাকমা মারা গেছেন। গেল বৃহস্পতিবার মধ্যরাতে বর্ধক্যজনিত রোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এদিকে স্নেহ কুমার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জনসংহতি সমিতি ও স্থানীয়দের মাঝে। শুক্রবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রেস্ট হাউজে স্নেহ কুমার চাকমার মরদেহ আনা হলে শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের ঢল নামে। বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন স্নেহ কুমার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির নেতৃবৃন্দ নিয়ে স্নেহ কুমার মরদেহে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্নেহ কুমার চাকমার আত্মার শান্তির জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়। শুক্রবার বিকালে রাজবাড়ি মহাশ্মশানে দাহক্রিয়া সম্পন্ন করা হবে।
স্নেহ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি সম্পাদনের পর তিনি শান্তিবাহিনীর গেরিলা জীবনের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাঁর লেখা একাধিক গ্রন্থ রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments