শনিবার, মার্চ ১৫, ২০২৫
মূলপাতাপ্রধান খবরহাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের উঠান বৈঠক 

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের উঠান বৈঠক 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই  কর্ণফুলী রেঞ্জের হাতি সুরক্ষা দল -৫ এর  উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় কাপ্তাই চৌধুরী ছড়া পাড়ায়  উঠান বৈঠক  অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে  কর্ণফুলী এলিফ্যান্ট রেসপন্স টিম এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

এতে  সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  শিক্ষানবীস  সহকারী বন সংরক্ষক আবু কাওসার।

”  হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে করণীয় ও হাতির আবাসস্থল রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা” শীর্ষক আলোচনা  সভায় বিশেষ অতিথি  ছিলেন বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার  ওমর ফারুক স্বাধীন।

সভাপতি  বক্তব্যে সহকারী বন সংরক্ষক আবু কাওসার বলেন, বন্য হাতির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং তাদের আবাসস্থল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

বৈঠকে রেঞ্জ অফিসার  ওমর ফারুক বলেন,   স্থানীয় জনগণ বন্য হাতির সুরক্ষায় এবং হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments