শনিবার, আগস্ট ১৬, ২০২৫
মূলপাতাঅপরাধধর্ষণে শিকার শিশুর মৃত্যুতে গণতান্ত্রিক ইউপিডিএফের নিন্দা

ধর্ষণে শিকার শিশুর মৃত্যুতে গণতান্ত্রিক ইউপিডিএফের নিন্দা

চিকিৎসকদের কোনো চেষ্টাই কাজে এল না; বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী আছিয়াকে।

বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার।

মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

বৃহস্পতিবার রাতে এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

মাগুরার আছিয়া ধর্ষণকারী ও সারাদেশে নারী নিপীড়ন ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

বিবৃতিতে আরো বলা হয়,” পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানীর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জাজনক। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। অথচ নারীদের নিরাপত্তা আজ বিঘ্নিত। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারনে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের জামিন পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। দেশের সকল নাগরিকদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments