বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাএনজিও১৫ মার্চ রাঙামাটিতে ভিটামিন এ পাবে ৮৫ হাজার শিশু

১৫ মার্চ রাঙামাটিতে ভিটামিন এ পাবে ৮৫ হাজার শিশু

১৫ মার্চ দেশব্যাপী অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাঙামাটি জেলায় ৮৫ হাজার ৮৬০ শিশু পাবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল। এ উপলক্ষ্যে বুধবার বিকালে আয়োজিত এবং সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জেলা  স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, সারা দেশের কর্মসূচির অংশে রাঙামাটি জেলায় ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির আওতায় জেলার মোট ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা র্নিদারিণ করা হয়েছে।

এতে যাদের মধ্যে রয়েছে ৬-১১ মাস বয়সের ১০ হাজার ৫৩৭ এবং ১২-৫৯ মাস বয়সের ৭৫ হাজার ৩২৩ শিশু। জেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে মোট ১২৬০ কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী, সেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীরা এসব শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর দায়িত্বে থাকবেন।

জেলায় অনেক দুর্গম এলাকা রয়েছে, তাই কর্মসূচি সম্পন্ন করতে সময় একটু বেশিও লাগতে পারে। যেসব শিশু বাদ পড়বে, পরের দিন তাদেরকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো যাবে। এছাড়া স্থায়ী কেন্দ্রেও খাওয়ানো যাবে।

এ সময় জেলা  স্বাস্থ্য বিভাগের জৈষ্ঠ স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, পূর্বকোন পত্রিকার রাঙামাটি প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল বক্তব্য দেন।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments