রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সদস্য নবায়ন ২০২৫ ইং শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালো উপজেলা বিএনপি’র আয়োজনে নিজ কার্যালয়ে ফরম নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির।
উদ্বোধনী দিনে ফরম পূরণ বা টিকেট কেটে সদস্য পদ নবায়ন করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সাধাারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা,উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে এই নবায়ন কার্যক্রম কয়েকদিন পর্যন্ত চলমান থাকবে এবং প্রত্যেককে ফরম ফিলাপ ও টিকেটের মাধ্যমে নবায়ন করা হবে। তাই উপজেলা বিএনপি অফিসে এসে সকল নেতৃবৃন্দের নবায়ন করার অনুরোধ করা হচ্ছে।